ফ্রীতে এনিমে দেখার উপায়

সবাইকে আমাদের ওয়েবসাইট Peak Fiction এ স্বাগতম। যেহেতু আমাদের ওয়েবসাইট এনিমে রিলেটেড তাই আমাদের যারা নতুন ইউজার আছেন তারা এনিমে কোথায় দেখবেন তা নিয়ে অনেক বিভ্রান্তে পড়তে পারেন। আজকে এই পোস্টে ফ্রীতে এনিমে দেখার ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব। ফ্রীতে এনিমে দেখার জন্য অনেক লিগ্যাল ও ইলিগ্যাল সাইট রয়েছে। লিগ্যাল সাইট গুলোর মধ্যে রয়েছে Netflix, Crunchyroll সহ অনেক সাইট রয়েছে।

লিগ্যাল ভাবে ইউটিউবে ফ্রীতে এনিমে দেখার উপায়

তবে এইগুলো মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন এর ভিত্তিতে চলে। এর মানে আপনাকে যদি এনিমে দেখতে হয় তাহলে আপনাকে কিছু পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। তবে অনেকেই লিগ্যাল ভাবে এনিমে দেখতে চান কিন্তু সামর্থ্য নেই কিনে দেখার। তাদের জন্য নিয়ে এলাম কিছু ইউটিউব চ্যানেল যেখানে আপনি ফ্রিতে এনিমে দেখতে পারবেন। এই চ্যানেল গুলো ফ্রি তে লিগ্যাল ভাবে এনিমে আপলোড করে থাকে এবং আপনারা তা ফ্রি তে ইউটিউব থেকে দেখতে পারবেন।

ফ্রীতে এনিমে দেখার ইউটিউব চ্যানেল

নিচের ইউটিউব চ্যানেল গুলো ফ্রিতে এনিমে সিরিজ ও মুভি আপলোড করে। এইগুলো ১০০% লিগেল এবং এগুলো থেকে আপনি ফ্রিতে এনিমে দেখতে পারবেন। এখানের অনেক চ্যানেলগুলো এনিমে এর সাব ও ডাবসহ আপলোড করে। তবে আপনাকে এগুলো খুঁজে নিতে হবে। তো চলুন আর দেরি না করে ফ্রিতে এনিমে দেখা যাবে এরকম কিছু ইউটিউব চ্যানেলের নাম জেনে নেই।

List of YouTube channel that upload anime:

  • Bandai America
  • Cardfight Vanguard
  • Crunchyroll
  • Discotek Media
  • Funimation
  • Gundam.Info
  • Media Blasters
  • Midnight Pulp
  • Muse Asia
  • Nabusi TV
  • Nozomi Entertainment
  • Subaru-Gainax Anime Project
  • TMS Entertainment
  • Toei Animation
  • VoltronChibi
  • Ani one Asia
  • Maruko-Chan (Japanese)
  • Chibi Maruko-Chan (International)
  • Coji Coji (Japanese)
  • Coji Coji (International)
  • Yamato Animation (Italian)

তো এই ছিল আজকের মত। আশা করি এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফ্রিতে ইউটিউবে এ এনিমে দেখতে পারবেন। আর আপনারা যদি অন্য কোন চ্যানেলের নাম জানেন তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। আমরা সেটা এখানে এড করে দিব।

Share your love

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *