How to use Mihon app and Mihon extension repo

কয়েক মাস আগে টাচিয়মি বন্ধ হয়ে যাওয়ার পর তারা টাচিয়মি এর পরিবর্তে নতুন একটি অ্যাপ নিয়ে আসে যার নাম হলো মিহন। মিহন অ্যাপ দিয়ে আপনি ঠিক আগের টাচিয়মি এর মতই মাঙ্গা ও কমিক্স পড়তে পারবেন। তবে মিহন ও টাচিয়মি এর মধ্যে মূল একটি তফাৎ হলো মিহনে এক্সটেনশন রিপো এড করা লাগে। এই এক্সটেনশন রিপো এড না করলে আপনি পরবর্তিতে মিহন অ্যাপ এর মধ্যে কোনো ধরনের সোর্স বা এক্সটেনশন ইনস্টল করতে পারবেন না। তো চলুন দেখি কিভাবে আপনি Mihon APK ডাউনলোড করবেন এবং Mihon extension repo এড করবেন।

How to add extensions in Mihon

মিহন অ্যাপ এ কিন্তু repo এড করা খুবই সহজ। আপনারা যতটুকু কঠিন ভাবছেন ততটুক না। এই রেপো গুলো কিন্তু আবার Tachiyomi extension repo হিসেবেও এড করা যাবে। এর জন্য নিচের মেথড ফলো করুন –

  • প্রথমে, গুগল থেকে Mihon অ্যাপ ডাউনলোড করে নিন।
  • ডাওনলোড হয়ে গেলে ইনস্টল করুন এবং সকল পারমিসন দিয়ে দিন।
  • এরপর Setting > Browse > Extension Repos এর এড অপশন এ গিয়ে এই কোড গুলো এড করে দিন।
https://raw.githubusercontent.com/keiyoushi/extensions/repo/index.min.json

এবার চেক করে দেখবেন সকল এক্সটেনশন গুলো চলে এসেছে।

How to move in Mihon from Tachiyomi?

আপনি যদি চান যে আপনি আর তাছিয়মি ইউজ করবেন না তাহলে – প্রথমে Tachiyomi এর Backup and Restore অপশন এ গিয়ে Create Backup থেকে আপনার একটি ব্যাকআপ ডাওনলোড করে নিন। এরপর Mihon অ্যাপ এর Backup and Restore এ গিয়ে Restore Backup এ ক্লিক করে একটু আগে ডাউনলোড করা ব্যাকাপ ফাইলটি সিলেক্ট করে নিন। এখন কিছুক্ষন ওয়েট করলেই আপনার tachiyomi এর সকল ফাইল চলে আসবে Mihon অ্যাপ এ।

আশা করি এর মাধ্যমে আপনারা কিভাবে Mihon extension repo এড করতে হয় বুজতে পেরেছেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমাদের বাংলাদেশ মাঙ্গা রিডার্স ফেসবুক গ্রুপে এড হতে পারেন।

রিদুয়ান চৌধুরী নোমান – বাংলা ফিকশন

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *